কার্যত হতবাক হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পড়লেন প্রবল লজ্জার মুখে। স্কুলপড়ুয়া এক বঙ্গতনয়ার প্রশ্নবাণে নাজেহাল তিনি। গত কয়েক বছর ধরেই ‘পরীক্ষা পে চর্চা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেন মোদী। সেখানে তিনি পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নানান রকম পরামর্শ দেন। শুক্রবার দিল্লীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা’-য় মোদীকে প্রশ্ন করে বসেন জলপাইগুড়ির বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী অষ্টমী সেন।
অষ্টমী জানতে চান, সংবাদমাধ্যম ও বিরোধীদের সমালোচনা কীভাবে সামলান প্রধানমন্ত্রী। জবাব দিতে গিয়ে ফাঁপরে পড়েন মোদী। “এটা সিলেবাসে নেই (বাংলায় তর্জমা করা হল)”, বলেন তিনি। তবে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, প্রশ্নটির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন মোদী। পরীক্ষা পে চর্চার জন্য গোটা দেশের পড়ুয়ারা প্রায় ২০ লক্ষ প্রশ্ন জমা দিয়েছিলেন। সেই বিপুল সংখ্যক প্রশ্ন থেকে বাছাই করা কয়েকটির জবাব দেন মোদী। পরীক্ষা পে চর্চার জন্য গত ডিসেম্বর মাসে ইমেল মারফত প্রশ্নটি পাঠিয়েছিলেন অষ্টমী সেন।