এবার একইদিনে ভারতীয় বায়ুসেনার তিন-তিনটি বিমান দুর্ঘটনা ঘটল। এদিন রাজস্থানের ভরতপুরে আচমকা ভেঙে পড়ল বায়ুসেনার একটি চার্টার্ড বিমান। দুর্ঘটনার জেরে বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে, মধ্যপ্রদেশেও দুর্ঘটনার কবলে বায়ুসেনার দুটি বিমান।
মোরেনায় ভেঙে পড়েছে সুখোই ৩০ ও মিরাজ ২০০০ বিমান দুটি। তড়িঘড়ি উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ও সেনা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল। গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান।
