ভারত থেকে প্রচুর পরিমাণে পানপাতা বিদেশে রফতানি করা হয়। কিন্তু বিমানের রফতানির ক্ষেত্রে গুনতে হচ্ছে ১৮ শতাংশ জিএসটি। আর তার জেরে সমস্যায় পড়েছে ওই পাতার রফতানি। রফতানিকারীদের ভয়, এইভাবে চলতে থাকলে পড়শি রাষ্ট্র বাংলাদেশ পানপাতার রফতানিতে ভারতকে পিছনে ফেলে দিতে পারে!
ভারতে পানের বাজারের নিউক্লিয়াস কলকাতা। এখান থেকে বহু দেশেই পানপাতা রফতানি করা হয়। বাংলাদেশ ছাড়াও ব্রিটেন, সৌদি আরব, ওমান কিংবা ইউরোপের বিভিন্ন দেশে ভারতের পানপাতার বিপুল চাহিদা। ২০২২ অর্থবর্ষে ভারত ৬.১৮ মিলিয়ন ডলার মূল্যের পানপাতা রফতানি করা হয়েছে। যা গত অর্থবর্ষের প্রায় দ্বিগুণ।
কিন্তু বিশেষজ্ঞদের মতে, জিএসটির গেরো না থাকলে এই অঙ্কটা আরও বাড়ত। মজার কথা, পানপাতায় কিন্তু কোনও জিএসটি লাগে না। কেবল আকাশপথে অন্য দেশে পাঠাতে হলেই জিএসটি ধার্য করা হয়।
উল্লেখ্য, ভারতের পানপাতার মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতিকে ঘিরে বিতর্ক রয়েছে। ব্রিটেন ও ইউরোপের গবেষকরা পরীক্ষা করে সেখানে ওই ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছেন। কিন্তু এতদসত্ত্বেও পানপাতার চাহিদা রয়েই গিয়েছে। কিন্তু সমস্যা তৈরি করছে ১৮ শতাংশ জিএসটি।