আচমকাই ব্যাপক ধস নামল শেয়ার বাজারে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী প্রবণতার কারণেই ভারতের শেয়ার বাজারে এহেন পতন ঘটেছে। আজ, শুক্রবার বাজার খুলতেই পড়তে শুরু করে একের পর এক নামী কোম্পানির শেয়ার। আদানি গ্রুপের বেশিরভাগ শেয়ারের দাম ব্যাপক কমেছে। আমেরিকার সংস্থার তদন্ত রিপোর্টের ভিত্তিতে মারাত্মক ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। যার প্রভাব পড়ল ভারতীয় স্টক মার্কেটে। বাজার খোলার তিরিশ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের পকেট থেকে প্রায় ৩ লক্ষ কোটি টাকা হারিয়েছে। বাজেটের আগে বাজার অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, এমনই মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, এদিন বাজার খোলার পর সকাল ৯টা ২০ মিনিটে সেনসেক্স ৩৮১.৪ পয়েন্ট কমে ৫৯,৮৩২.৬৬ তে নেমে যায়। শুক্রবার নিফটি ৫০ ১০৪ পয়েন্ট কমে ১৮,৮৭৮.৯৫ এ নেমে যায়। মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলি সামান্য বেড়েছে। নিফটি অটো সূচক ২ শতাংশ বেড়েছে। যেখানে ফার্মা সূচক ১ শতাংশ বেড়েছে। মিডিয়া, এফএমসিজি, আইটি এবং রিয়েলটি সেক্টরের শেয়ারগুলিও বেড়েছে। তবে ২ শতাংশ কমেছে ব্যাঙ্কের শেয়ারগুলির দর।