বাংলা থেকে কার্যত বিদায় নিয়েছে শীতের মরশুম। হাওয়া অফিস জানিয়েছে। আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গে। সকালে থাকবে হালকা কুয়াশা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। উত্তর বাংলার সব জেলাতেই আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকতে পারে। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশই থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর মেঘমুক্ত আকাশই থাকবে৷
উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে উষ্ণতার ছোঁয়া রয়েছে। শুক্রবার রাতেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১লা ফেব্রুয়ারি। অন্যদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি৷ রবি ও সোমবার তাপমাত্রা ফের বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব ও রাজস্থানে শৈত্যপ্র,বাহের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে পঞ্জাব চন্ডীগড় এবং হরিয়ানা-সহ দিল্লী একাংশে। রাজস্থানে শনিবার থেকে সোমবারের মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
পাশাপাশি, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা। সামান্য ওঠানামা করতে পারে রাতের তাপমাত্রা। রবি ও সোমবার ফের নামবে পারদ। তাপমাত্রা অনেকটাই নেমে যাবে ফেব্রুয়ারির ২-৩ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতি ও শুক্রবার। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।