সম্প্রতি চোট সারিয়ে বাইশ গজে ফিরেছেন তিনি। আর ফিরেই বল হাতে জাদু দেখালেন রবীন্দ্র জাদেজা। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে দু’ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিলেন ভারতীয় অলরাউন্ডার। তার মধ্যে শুধুমাত্র দ্বিতীয় ইনিংসেই ৭ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে যদিও প্রথম ইনিংসে নজর কাড়তে পারেননি সৌরাষ্ট্রের অধিনায়ক। ১৫ রান করেছেন তিনি। প্রথম ইনিংসে বল হাতেও নিয়েছেন ১ উইকেট। কিন্তু দ্বিতীয় ইনিংসে স্বমহিমায় ‘জাড্ডু’। উল্লেখ্য, চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিন সহায়ক। সেই উইকেটকেই কাজে লাগালেন জাদেজা। দীর্ঘ দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে সেখানকার উইকেট হাতের তেলোর মতো চেনেন তিনি। ১৭.১ ওভারে ৫৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন জাডেজা। মাত্র ১৩৩ রানে শেষ য়ে যায় তামিলনাড়ুর ইনিংস।
প্রসঙ্গত, ২০২২ সালের আগস্টে এশিয়া কাপের সময় হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর চোট পান জাদেজা। পরে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। তার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। কিছু দিন আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরু করেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। একই সঙ্গে চলছিল ফিটনেস বাড়ানোর ট্রেনিং। তার পরেই রঞ্জিতে নেমেছেন জাদেজা। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে রঞ্জি ম্যাচে দেখে নেওয়া হবে, চোট সারিয়ে পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা জাড্ডু। তাঁকে নিয়ে বিসিসিআই কর্তারা ঝুঁকি নিতে চাইছেন না। জাদেজার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ডের মেডিক্যাল বোর্ডের সদস্যরা। তবে, অস্ট্রেলিয়া সিরিজের প্রাকলগ্নে জাদেজার এহেন দুরন্ত পারফরম্যান্স স্বাভাবিকভাবেই স্বস্তির হাসি ফুটিয়েছে রোহিতদের মুখে।