সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ফের মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধল কংগ্রেস। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং জানিয়েছিলেন, “সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই। সরকার পারলে ভিডিও প্রকাশ্যে আনুক।” সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারের কাছে একই দাবি করলেন কংগ্রেস নেতা রশিদ আলভি। আলভির চ্যালেঞ্জ, “দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু বিজেপি সরকারকে বিশ্বাস করি না। সরকার তো দাবি করেছেই, যে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও রয়েছে। তাহলে দিগ্বিজয় সিং সেই ভিডিও দেখতে চেয়ে কী অন্যায় করেছেন? আমরা প্রমাণ চাইছি না। কিন্তু সরকারের উচিত ভিডিওটি দেখানো।”
উল্লেখ্য, দিগ্বিজয় সিং বলেছিলেন, ‘‘আমাদের ৪০ জন সিআরপিএফ জওয়ান পুলওয়ামায় শহিদ হয়েছিলেন। সিআরপিএফ আধিকারিকরা প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছিলেন যে, কর্মীদের এয়ারলিফট করা উচিত, কিন্তু প্রধানমন্ত্রী মোদি রাজি হননি। কীভাবে এই ধরনের ত্রুটি ঘটল?’’ সেই প্রসঙ্গ তুলেই সুর চড়িয়েছেন আলভি। “আমি সার্জিক্যাল স্ট্রাইকের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন করছি না। তবে ক্ষমতাসীন দলের পরস্পরবিরোধী দাবি নিয়ে প্রশ্ন তুলছি। অমিত শাহ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে দাবি করেছেন, সেই সংখ্যা যোগী আদিত্যনাথের সঙ্গে মিলছে না”, দাবি কংগ্রেস নেতার।