‘হাতেখড়ি’র পরে আচমকাই রাজ্যপাল সিভি আনন্দ বোসুকে দিল্লীতে তলব করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই দিল্লীতে রওনা দিয়েছেন তিনি। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আর এ নিয়েই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যপালের হাতেখড়ি ও তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির পরই কি জরুরি তলব? তাঁকে কি কিছু বার্তা দিতে চায় কেন্দ্র? তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের টুইটেই যাবতীয় জল্পনার অবসান ঘটেছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটে উল্লেখ করেন, এই বৈঠকটি পূর্ব নির্ধারিত। রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে একটি রিপোর্ট দেবেন। রাষ্ট্রপতিকে তাঁর রিপোর্ট দেবেন, এটা একটা রুটিন বিষয়। তিনি লেখেন, ‘রাজ্যপালের দিল্লী সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি। তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।’