রোনার সময় চিন থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয় কয়েক হাজার ডাক্তারি পড়ুয়া। করোনা ছাড়াও রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর ইউক্রেন ছাড়তে হয় সে দেশে ডাক্তারি পড়তে যাওয়া বহু ভারতীয় ছাত্রছাত্রী। কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন একাধিকবার এই ব্যাপারে পদক্ষেপ করার কথা বললেও এখনও কোর্স অসম্পূর্ণ দেশে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের সিংহভাগের।
একটি মামলায় এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতে সরকারের তরফে জানানো হয়, সমস্যা নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, সেই কমিটির বৈঠক হয়েছে মাত্র একবার। কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশন্যাল সলিসিটর জেনারেল এস ভাটি বুধবার আদালতে আরও সময় চান।
বিচারপতি বিআর গাভাই এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ দেড় মাস বাড়তি সময় দিয়ে পরের শুনানিতে কমিটিকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে। দুই বিচারপতির বেঞ্চ বলেছে, আদালত মেডিকেল শিক্ষার সঙ্গে আপস করবে না।
গত বছর ২৮ জুলাইন্যাশনাল মেডিকেল কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল, দেশে ফিরে আসা যে ছাত্ররা মেডিকেল কোর্সের শেষ বছরে ছিল এবং যারা ২০২২ এর ৩০ জুনের আগে ডিগ্রি শেষ করার শংসাপত্র পেয়েছে তাদের ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশনে বসতে হবে।