১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের ৮ই মার্চ পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সিপিএম রাজ্য কমিটির সদস্য পদেও রয়েছেন ৫০ বছর ধরে। যার মধ্যে ৫ বছর ছিলেন রাজ্য সম্পাদক। পলিটব্যুরোতেও আছেন প্রায় আড়াই দশক ধরে। তবে এবার সংসদীয় রাজনীতি থেকে অবসর নিলেন সেই মানিক সরকার। এবারের বিধানসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দিতা করবেন না। তবে দলের প্রচারে মানিকবাবু যোগ দেবেন বলেই জানা গিয়েছে।
ত্রিপুরায় বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানিয়েছেন, মানিক সরকার দলের প্রচারে অংশ নেবেন। নির্বাচন পরিচালনায় নেতৃত্ব দেবেন। আসলে মানিক সরকার অনেক আগেই রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। দলের কাছে অনুরোধও করেছিলেন। তবে সিপিএম চাইছিল অন্তত এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করুন তিনি। কিন্তু ত্রিপুরার চারবারের মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড় ছিলেন। শেষমেশ পার্টি মানিকবাবুর অনুরোধ মেনে নিল।