ফি বছর প্রজাতন্ত্র দিবসে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করে কেন্দ্রীয় সরকার। সেই মতো এবারও পদ্ম সম্মান পাচ্ছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই তালিকায় রয়েছেন মুলায়ম সিং যাদব, জাকির হুসেন, কেএম বিড়লা, সুধা মূর্তির মতো ব্যক্তিত্বরা। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে মোট ১০৬ জন পদ্ম সম্মান প্রাপকের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ৯ জন। পদ্মশ্রী পাচ্ছেন ৯১ জন।
দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হল পদ্ম সম্মান। মোট তিনটি বিভাগে বিভাজিত এই সম্মান- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন, শিল্প, বাণিজ্য, কলা, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া প্রভৃতি ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের এই সম্মানে সম্মানিত করা হয়। এবারে কলা ক্ষেত্রে পদ্মবিভূষণ পাচ্ছেন তবলা বাদক জাকির হুসেন। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে পদ্মবিভূষণ পাচ্ছেন কেএম বিড়লা। সামাজিক সংস্কারমূলক কাজের জন্য পদ্মভূষণ পাচ্ছেন সুধা মূর্তি। অন্যদিকে, মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব, বালকৃষ্ণ দোশী ও দিলীপ মহালবীশ। মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। পুরস্কার পাচ্ছেন রবীনা ট্যান্ডন থেকে শুরু করে মণিপুরের বিজেপি সভাপতি থৌনাওজাম চাওবা সিং।