‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এই গানের কারণে ইতিমধ্যেই এই ছবিকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। প্রথমে ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তারপর প্রতিবাদে রাস্তায় নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। তবে এত কিছুর পরেও আটকানো যায়নি পাঠান-এর মুক্তি। কিন্তু চার বছর বাদে বড়পর্দায় শাহরুখ খানের প্রত্যাবর্তন তাঁর ভক্তদের উৎফুল্ল করলেও মুক্তির দিনও বিতর্ক পিছু ছাড়ল না পাঠান-এর। বলা ভাল, যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই ঘটল মধ্যপ্রদেশে। পাঠান বিরোধী বিক্ষোভ কার্যত দাঙ্গার রূপ নিল ইন্দোরে। উঠল বিতর্কিত স্লোগান। সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন।
বুধবার ছবি মুক্তির দিন মধ্যপ্রদেশ জুড়েই বিক্ষোভ শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ দেখায় বজরং দলের সদস্যরা। তবে সেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয় ইন্দোরে। সেখানে বজরং দল সমর্থকদের পালটা স্লোগান তোলা শুরু করে স্থানীয়রাও। অভিযোগ, বজরং দল পাঠান বিরোধী বিক্ষোভে পয়গম্বর মহম্মদের নামে আপত্তিকর স্লোগান দিয়েছে। তারপরই আসরে নামেন এলাকার মুসলিম বাসিন্দারা। পালটা বিতর্কিত ‘সর তন সে জুদা’ স্লোগান ওঠে। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পাথর ছোঁড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপরই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মোট ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর অধিকাংশই মুসলিম পক্ষের।