২০২১ সালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে ক্যাম্পাসের জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ তুলেছিলেন। সে সময় অমর্ত্য সেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে জমির প্লটটি দীর্ঘমেয়াদী লিজে রয়েছে। এবার বিশ্বভারতী নোবেলজয়ী অর্থনীতিবিদকে শান্তিনিকেতনে একটি জমির প্লটের কিছু অংশ তাদের হাতে হস্তান্তর করার আহ্বান জানাল।কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষর করা একটি চিঠিতে বলা হয়েছে, বিশিষ্ট অর্থনীতিবিদের বাসভবন এমন একটি এলাকায় নির্মিত হয়েছে, যেখানে অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি জোর করে অধিগ্রহণ করেছেন তিনি।
চিঠিতে বলা হয়েছে, ‘রেকর্ড এবং ফিজিক্যাল সার্ভে/সীমানা থেকে পাওয়া গিয়েছে যে আপনি বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি জোর করে দখলে রেখেছেন…’ পাশাপাশি আরও বলা হয়েছে, ‘আপনাকে উল্লিখিত ১৩ ডেসিমেল জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে’। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন, যে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজেপির নীতি এবং আদর্শের সমালোচনা করার জন্য অমর্ত্য সেনকে হয়রান করছে। তাঁর সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় এবার হাতেনাতে তার প্রমাণ মিলল।
