দিল্লীর বঙ্গভবনে গুজরাত পুলিশের অভিযানকে ভাল চোখে নেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ জানুয়ারি সাগরদিঘির সভায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন, ‘ওটা পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি। সেখানে অনুমতি নিয়ে ঢুকতে হয়। বিনা অনুমতিতে গুজরাত পুলিশ ঢোকে কী করে?’ এরপরেই আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আইনি পথে লড়াই করে এর শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপরেই নবান্ন সূত্রে জানা গিয়েছিল, রাজ্যের প্রমীলা পুলিশ বাহিনী থাকবে নিরাপত্তার দায়িত্বে। তবে বিশেষ নিরাপত্তা বাহিনী হল পুরুষ ও মহিলা সমন্বয়ে। খবর পাওয়া গিয়েছিল, রাজ্য পুলিশের বিশেষ মহিলা বাহিনীর সদস্যদের কাছে থাকবে নাইন এমএম পিস্তল। রোটেশনে পালন করা হবে দায়িত্ব। সেই মতই রনার বঙ্গভবনের নিরাপত্তাতেই বহাল হল রাজ্য পুলিশ। দিল্লী পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে এই পুলিশ বাহিনী। ওই বাহিনীতে কন্সটেবল এবং এসআই মিলে আছেন মোট ২০ জন। জানা গিয়েছে, বাহিনীর অনুমতি ছাড়া কেউ বঙ্গ ভবনে প্রবেশ করতে পারবেন না।
