এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি। কাঁথিতে ধর্ষণের ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতা নাবালিকার পরিবার। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও গ্রেফতার করা হয়নি অভিযুক্ত তৃণমূল নেতা শুভদীপ গিরিকে। ওই মামলার শুনানিতে মঙ্গলবার কাঁথি থানার ওসিকে ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ওসিকে বলেন, “আমি ভাল বুঝতে পারছি অভিযুক্তর উপর আপনার সফট কর্ণার আছে। আদালতকে এত সহজভাবে নেবেন না। আমার বিশ্বাস আপনারা জানেন কোথায় অভিযুক্ত আছে। যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করুন।”

পাশাপাশি, বিচারপতি আরও বলেন, “আগের নির্দেশ পালন করা হয়নি। আইও একাধিক বার রেড করেও শুভদীপকে ধরতে পারেনি পুলিশ।” পালটা অভিযুক্তের আইনজীবী বলেন, “সহমতের ভিত্তিতে শারীরিক সম্পর্ক রয়েছে। হোয়াটসঅ্যাপের কথা বার্তা দেখে সিদ্ধান্ত নেওয়া হোক।” এদিকে সিট গঠনের আরজি জানান মামলাকারীর আইনজীবী। মঙ্গলবার দু’পক্ষের বক্তব্য শোনার পর অভিযুক্তকে দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বলা হয়েছিল, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার চেষ্টা করতে হবে এবং তিনি যেন নিম্ন আদালত থেকে জামিন না পান তার চেষ্টা করতে হবে পুলিশকে। এবার মান্থার এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন শুভদীপ।




