দেশের তারকা কুস্তিগিরেরা ধর্নায় বসতেই চাপের মুখে তড়িঘড়ি যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। তাঁকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুস্তির কাজকর্ম চালানোর জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে মেরি কমের নেতৃত্বাধীন কমিটিকে। কিন্তু কুস্তিগিরদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার নতুন কমিটি তৈরি করার আগে পরামর্শ করেনি।
যন্তরমন্তরে ধর্নায় উপস্থিত থাকা বজরং পুনিয়া, বিনেশ ফোগত, সরিতা মোর এবং সাক্ষী মালিক টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। প্রত্যেকেরই ভাষা এক। লিখেছেন, ‘আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তদন্ত কমিটি গঠন করার আগে পরামর্শ নেওয়া হবে। দুঃখজনক যে আমাদের কথা শোনা হয়নি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে তিন জনই ‘ট্যাগ’ করেছেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্ত গীতা ফোগত আলাদা টুইট করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দেশের সমস্ত মেয়ে এবং বোনেরা আপনার দিকে অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। যদি আমরা ন্যায়বিচার না পাই, তা হলে দেশের পক্ষে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে।’ তার আগে বিনেশ টুইট করেন, ‘সত্যকে সমস্যায় ফেলা যায়, কিন্তু হারানো যায় না।’