এমনিতে তিনি হিন্দিভাষী। কিন্তু সিভিল সার্ভিসের চাকরিতে যোগ দেওয়ার পরেই বাংলা শিখে নিয়েছিলেন। তারপর কলকাতায় থাকতে থাকতে অজান্তেই এই শহর হয়ে গিয়েছে তাঁর নিজের, বাংলাও হয়ে উঠেছে নিজের ভাষা। এবার সেই কলকাতাকে নিয়েই আস্ত একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেললেন বন ও পরিবেশ দফতরের দায়িত্বে থাকা সেই সিনিয়র আইএএস বিবেক কুমার।
একটি প্রখ্যাত অডিও সংস্থা বিবেকের এই মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে মঙ্গলবার। যেখানে বিবেক ‘চির নতুন কলকাতা’কে তুলে ধরেছেন। রঙিন কলকাতা থেকে রংচটা কলকাতার ছবি উঠে এসেছে সেই মিউজিক ভিডিওতে। সামগ্রিকভাবে কলকাতার যে বৈচিত্র সেটাকেই তুলে ধরেছেন বিবেক। উল্লেখ্য, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে হামেশাই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে মাইক ধরিয়ে দেন। অনুরোধের সুরে বলেন, ‘এই বিবেক একটা গান গাও তো!’ এবার সেই বিবেকই আস্ত একটা অ্যালবামই বানিয়ে ফেললেন। গানের কথা লিখেছেন তপন দেবনাথ, মিউজিক অ্যারেঞ্জ করেছেন কুণাল চক্রবর্তী।
