এফ ফর ফেইল। মোদী জমানায় দেশের শিক্ষার হাল নিয়ে মন্তব্য করতে গিয়ে এবার এমনই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দেশের ‘অ্যানুয়াল স্টেটাস এফ এডুকেশন রিপোর্ট’কে সামনে রেখেই এই মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, শিক্ষার ক্ষেত্রে ভারতে মোদী সরকারের আওতায় পরিসংখ্যানে পতন হয়েছে। ‘অ্যানুয়াল স্টেটাস এফ এডুকেশন রিপোর্ট’এ উঠে এসেছে, প্রাইভেট বা সরকারি স্কুলে যে সমস্ত ক্লাস থ্রিয়ের পড়ুয়া ক্লাস টুয়ের বই পড়তে পারত তার সংখ্যা কমেছে। ২০১৮ সালে এই পড়ুয়াদের হার ছিল ২৭.৩ শতাংশ, যা ২০২২ সালে ২০ শতাংশে নেমে এসেছে। ক্লাস ফাইভের পড়ুয়া যারা ক্লাস টুয়ের বই অনায়াসে পড়তে পারত, সেই সংখ্যাতেও এসেছে কমতি। ২০১৮ সালে সেই সংখ্যা ছিল ৫০.৫, আর তা বর্তমানে ৪২ .৮ শতাংশে নেমেছে।
এই ইস্যুতে কেন্দ্রকে টুইটে খোঁচা দেন খাড়গে। মোদী সরকারকে নিশানা করে লেখেন, ‘নরেন্দ্র মোদী জি, সরকারি দপ্তরে ৩০ লক্ষ পদ শূন্য। আপনি আজ যে ৭১০০০ নিয়োগের চিঠিগুলি বিতরণ করছেন তা কেবল ‘সমুদ্রের একটি বিন্দু’।’ এরপর তিনি লেখেন, ‘শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। আপনি বছরে ২ কোটি নতুন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তরুণদের জানান, ৮ বছরে ১৬ কোটি চাকরি কোথায়? ’