দেশের তারকা কুস্তিগিরেরা বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে দিল্লীর যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। কিন্তু এই পরিস্থিতিতেও ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাত গুটিয়ে বসে আছেন কেন? এবার তা নিয়ে প্রশ্ন তুলল দেশের বিরোধী শিবির। মোদী সরকারের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি এ নিয়ে চুপ কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
প্রসঙ্গত, দেশের তারকা কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে দিল্লীর যন্তর মন্তরে ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, ব্রিজভূষণকে ফেডারেশনের সভাপতির পদ থেকে সরাতে হবে। কংগ্রেস আজ প্রশ্ন তুলেছে, কুস্তিগির বিনেশ ফোগত ২০২১-এর অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব জানিয়েছিলেন। তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছিলেন। প্রশ্ন হল, তার পরেও মোদী কী করেছেন? তিনি কেন চুপ করে বসেছিলেন? কী পদক্ষেপ করেছেন? বিরোধীদের প্রশ্ন, রামমন্দির আন্দোলন থেকে উঠে আসা ব্রিজভূষণের রাজনৈতিক প্রতিপত্তির জন্যই কি তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে ভয় পাচ্ছেন মোদী সরকার তথা বিজেপি নেতৃত্ব?