ফের শিরোনামে যোগী রাজ্য। উন্নাও কাণ্ডের পর ফের একবার ধর্ষণের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। উত্তরপ্রদেশের দুন্ধি বিধানসভার ওই বিজেপি বিধায়কের নাম রামদুলার।
সূত্রের খবর, অতিরিক্ত নগরদায়েরা আদালতে ওই বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিচারপতি নির্দেশ দেয়, আগামী ২৩ জানুয়ারি বিজেপি বিধায়ক রামদুলাকে গ্রেফতার করে আদালতে পেশ করতে হবে।
পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালে উত্তরপ্রদেশের ময়রপুরের পঞ্চায়েত প্রধানের পদে ছিলেন রামদুলার। সেই সময় একটি আট বছরের নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।গ্রামেরই এক ব্যক্তি রামদুলার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি দাবি করেন, তাঁর বোনকে রামদুলা একাধিকবার ধর্ষণ করেছেন। এরপরই রামদুলা ওই ব্যক্তিকে খুনের হুমকিও দেন বলে অভিযোগ।
এরপরই এই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। আদালত রামদুলাকে বারবার সমন পাঠালেও অসুস্থতার কারণ দেখিয়ে সমন এড়িয়ে যান। সেই পরিপ্রেক্ষিতেই ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে গ্রেেফতারি পরোয়ানা জারি করে আদালত।