নতুন বছরের শুরুর দিনই রাজৌরির ডাংরি গ্রামে ৭ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল সন্ত্রাসবাদীরা। তার পরের দিন জঙ্গিদের ফেলে যাওয়া আইইডি ফেটে মৃত্যু হয়েছিল এক শিশুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণের ঘটনা ঘটল জম্মুতে। রাজৌরির পর এবার নারওয়াল জেলায় হল জোড়া বিস্ফোরণ। গুরুতর জখম হলেন ৬।
আইইডি বিস্ফোরণ হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় শুরু হয়েছে তল্লাশি। প্রসঙ্গত, শুক্রবার কাশ্মীরের পুঞ্চ জেলায় এক প্রাক্তন বিধানসভা সদস্যদের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই উপত্যকার বিভিন্ন জায়গায় টার্গেট কিলিং চালিয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিরা। এক এক করে তাদের নিকেশও করেছে নিরাপত্তাবাহিনী।