সম্প্রতি বিহারে ‘জন সুরয যাত্রা’ শুরু করেছেন তিনি। যা ইতিমধ্যেই ১১০ দিক সম্পূর্ণ করেছে। আর এই মঞ্চ থেকেই বারবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন ভোট কৌশলি প্রশান্ত কিশোর। এবার যেমন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তোপ দাগলেন তিনি। বললেন, ‘বিহারের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী একটা মিটিং করুন। তারপর থেকে আমি বিজেপির পতাকা নিয়ে ঘুরব।’
পিকের বক্তব্য, ‘২০১৪ সালে ক্ষমতায় বসেছেন মোদী। কিন্তু তিনি বিহারের জন্য কী করেছেন? বিহারে কতটা উন্নয়ন তিনি করেছেন তা সাধারণ মানুষ ভাল ভাবেই জানে। মোদীর যদি সাহস থাকে, তাহলে একটা মিটিং করুন শুধু বিহারের উন্নয়ন নিয়ে। তিনি যদি তা করতে পারেন, তাহলে আমি এবার থেকে বিজেপির পতাকা নিয়ে ঘুরব। তিনি আরও দাবি করেন, ‘বিহার থেকে ৪০ জনের মধ্যে ৩৯ জন সাংসদ মোদীকে সমর্থন করেছিলেন। তার বদলে কি আমরা একটা মিটিং পেতে পারি না?’
