রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতার ২৬ বছর বয়সি মেয়েকে নিয়ে পালান ৪৭ বছরের বিজেপি নেতা! তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। এর পরেই শোরগোল পড়ে যায়। দল থেকে ছেঁটে ফেলা হয়েছে অভিযুক্ত নেতাকে। এছাড়াও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উত্তরপ্রদেশে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দেওয়া বিজেপি নেতার নাম আশিস শুক্লা। মধ্য বয়সি নেতার ছেলের বয়স ২১ বছর। ৭ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে তাঁর। যদিও হরদই জেলার এক এসপি নেতার মেয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। বিষয়টি জানাজানি হওয়ার পরে এসপি নেতা অন্যত্র বিয়ে ঠিক করেন মেয়ের। যদিও সেই বিয়ের আগেই প্রেমিকাকে নিয়ে পগারপার গেরুয়া নেতা।
এই ঘটনায় যোগীরাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি প্রধান বিরোধী দল। ভোটযুদ্ধে তাদের হারিয়েই যোগী আদিত্যনাথের নেতৃত্বে ক্ষমতায় এসেছে বিজেপি। সেখানে বিরোধী দলের নেতার মেয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক বাঁধিয়ে দলের চক্ষুশূল হয়েছেন বিজেপির হরদই শহর সাধারণ সম্পাদক আশিস শুক্লা।