আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাকা দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণের সঙ্গে সঙ্গে এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়েও বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রকে কটাক্ষ মমতার, ‘উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে।’
আলিপুরদুয়ারের মঞ্চ থেকে আবারও রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এখন রাজ্যে কারও বাড়ি চকোলেট বোম ফাটলেও দিল্লি থেকে এনআইএ প্রতিনিধি দল আসছে। উইপোকা কামড়ালেও কেন্দ্রীয় দল আসছে। বর্ডারে বিএসএফ গুলি করে মেরে ফেললেও কোনও টিম আসে না’।
প্রসঙ্গত, এই মুহূর্তে বঙ্গ বিজেপির অভিযোগ ও চিঠি পাঠানোর পর রাজ্যে আবাস যোজনায় কাজ খতিয়ে রাজ্যে এসেছে কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল। এছাড়া মিড মে মিলের পর্যালোচনা, জব কার্ড ও ১০০ দিনের কাজও খতিয়ে দেখতেও রাজ্যে এসেছে প্রতিনিধি দল।