গেরুয়া শিবিরের রোগ থেকে হামেশাই রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হয়। তবে এবার সোনিয়া পুত্রের পাশে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন জানিয়ে দিলেন, রাহুলের মতো বুদ্ধিমান এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে ‘পাপ্পু’ বলাটা দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত, রাহুলের রাজনীতিতে আগমনের পর থেকেই ‘পাপ্পু’(পড়ুন বোকা) তকমাটা সুকৌশলে সেঁটে দেওয়া হয়েছে তাঁর নামের পাশে। কংগ্রেসের প্রাক্তন সভাপতির ভাবমূর্তি নষ্টে বিজেপির আইটি সেল দিনরাত এটাই প্রমাণের চেষ্টা করে যায় রাহুল বোকা। বিজেপির প্রথম সারির নেতারা পর্যন্ত সরাসরি কংগ্রেস নেতাকে পাপ্পু বলে সম্বোধন করেছেন। কিন্তু রঘুরাম রাজন মনে করছেন, রাহুলের নামে এই ধরনের প্রচার দুর্ভাগ্যজনক।
রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরের মতে, ‘রাহুল গান্ধী কোনওভাবেই বোকা বা পাপ্পু নন। ও যথেষ্ট বুদ্ধিমান। ওঁকে পাপ্পু বলে প্রচার করা খুব দুর্ভাগ্যজনক। আমি প্রায় এক দশক ওর সান্নিধ্যে ছিলাম। নানাভাবে সম্মুখীন হয়েছি। কোনওভাবেই রাহুল পাপ্পু নন। উনি বুদ্ধিমান, তারুণ্যে ভরা, বুদ্ধিমান মানুষ।’ তিনি বলেন, ‘আমার মনে হয় কোন কোন জিনিসে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা বোঝাটা ভীষণ জরুরি। কোন কাজে কার যোগ্যতা বেশি, কোথায় ঝুঁকি বেশি, সেগুলি বোঝা প্রয়োজন। আমার মনে হয় রাহুল সেটা বেশ ভালভাবে করতে পারেন।’