বাংলার রাজনৈতিক আঙিনায় নতুন জল্পনার সূত্রপাত! যা নিয়ে খানিক মাথাব্যথা বাড়ল বিজেপির। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করলেন, তাঁর সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন মিঠুন চক্রবর্তী! ফিরহাদ দাবি করেন, “মিঠুন দা-ই তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে দিদি রেগে না যায়। তিনি নিজেই চাইছেন তৃণমূলের সঙ্গে গণ্ডগোল না করতে। কোনও কারণবশত বিজেপিতে গিয়েছেন, তাঁর নিজের ব্যক্তিগত ব্যাপার।”
উল্লেখ্য, বুধবারই মিঠুন বিজেপির দক্ষিণ ২৪ পরগনার একটি প্রতিবাদ মিছিলে যোগ দেন। তাঁর সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন। মিছল শেষে একটি জনসভাও করা হয় বিজেপি তরফে। সেখানেও বক্তৃতা করেন অভিনেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারের ময়দানে মিঠুন চক্রবর্তীকে ভাল মতো কাজে লাগাতে চায় পদ্মশিবির। স্বাভাবিকভাবেই, সে পরিস্থিতিতে ফিরহাদের এহেন মন্তব্য প্রবল অস্বস্তিতে ফেলেছে তাদের।