আগামী ২৩শে জানুয়ারি, নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর দিন থেকে কাজ শুরু করতে চলেছে কলকাতা পুলিশের ‘নেতাজী ব্যাটালিয়ন’। ওই দিন হাওড়ার ডুমুরজলায় অনুষ্ঠানিক সূচনা হবে উক্ত ব্যাটালিয়নের। বর্তমানে কলকাতা আর্মড পুলিশের অধীনে আটটি ব্যাটালিয়ন রয়েছে।
পাশাপাশি, কলকাতায় কমব্যাট ফোর্সের ন্যায় স্পেশালাইজ ব্যাটালিয়ন রয়েছে। নবগঠিত নেতাজি ব্যাটালিয়নকে ধরলে সংখ্যাটি নয়ে পৌঁছবে। প্রতিটি ব্যাটালিয়নে সাতটি করে কোম্পানি থাকে। প্রতিটি কোম্পানিতে গড়ে ১০০ জন করে কনস্টেবল থাকে। আপাতত ২০০ জন কনস্টেবল নিয়ে কাজ শুরু করবে ‘নেতাজী ব্যাটালিয়ন’।
