ফের গর্জে উঠেছে তাঁর ব্যাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত এক দিনের সিরিজে তিন ম্যাচে ১৪১.৫০ গড়ে ২৮৩ রান করেছেন বিরাট কোহলি। করেছেন দুটি শতরান। পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেও শতরান করেছিলেন তিনি। ধারাবাহিক ভাবে রান পেতেই এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় উন্নতি হল বিরাটের। চার ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে তিনি। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’ককের সঙ্গে পয়েন্টের পার্থক্যটাও কম। সব থেকে বেশি উন্নতি হয়েছে মহম্মদ সিরাজের। বোলারদের ক্রমতালিকায় ১৫ ধাপ উঠে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় পেসার। আইসিসির ক্রমতালিকায় বিরাট ছিলেন অষ্টম স্থানে। শ্রীলঙ্কা সিরিজ়ের পর বিরাটের এখন ৭৫০ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকে ডেভিড ওয়ার্নারকে (৭৪৭) পিছনে ফেলে দিয়েছেন তিনি। বিরাটের সামনে রয়েছেন কুইন্টন ডি’কক (৭৫৯), রসি ভান ডার ডুসেন (৭৬৬) এবং বাবর আজম (৮৮৭)।
পাশাপাশি, ক্রমতালিকায় উন্নতি হয়েছে শুভমন গিলেরও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুভমনের দ্বিশতরানের আগে এই ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। শুভমন শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পেয়েছিলেন। এর ফলে ১০ ধাপ উপর উঠেছেন তিনি। ২৬তম স্থানে রয়েছেন শুভমন। বোলারদের মধ্যে প্রবল উন্নতি ঘটেছে সিরাজের। ১৫ ধাপ উঠে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। প্রথম ১০-এ তিনিই এক মাত্র ভারতীয়। শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে জস হেজলউড। মিচেল স্টার্ক ছিলেন তৃতীয় স্থানে। তাঁকে পিছনে ফেলে দিয়েছেন সিরাজ। বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।