তফশিলি জাতি এবং উপজাতি পরিবারের মেয়েদের স্কুলছুট প্রবণতা রুখতে এবং শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে এর আগে শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছিল রাজ্যের তৃণমূল সরকার। যেখানে স্কুলে শিক্ষার প্রাথমিক এবং ন্যূনতম খরচ সাধারণত বহন করে স্কুলই। এরই মধ্যে আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ‘মেধাশ্রী’ প্রকল্পের। এবার থেকে রাজ্যে বসবাসকারী সমস্ত ওবিসি পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবেন।
এদিন আলিপুরদুয়ারের হাসিমারায় একটি প্রশাসনিক সভা করেন মমতা। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে বলেন, ‘কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু, আমরা তাদের স্কলারশিপ দেব। আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপের টাকা দেওয়া হবে।’
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন। প্রাপ্য বকেয়া টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত। এদিন কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘কেন্দ্রের কাছে ভিক্ষে চাইতে যাব না। কত দিন এ ভাবে চলে, দেখবেন। তার পর বুঝে নেব।’ রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকাই কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। এর পাশাপাশি ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে এদিন ফের সরব হতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।