চড়ছে রাজনীতির পারদ। সামনেই বিধানসভা নির্বাচন মেঘালয় রাজ্যে। শাসকদল বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি তৃণমূল কংগ্রেস। আশাবাদী দলীয় নেতৃত্ব। ফের একবার উত্তর পূর্বের এই রাজ্যে প্রচার করতে হাজির হয়েছেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে তিনি মেঘালবাসীকে বোঝান, কেন আসন্ন নির্বাচনে তৃণমূলকে সমর্থন করা উচিত তাঁদের। “আমরা যা বলি, তা করি। তৃণমূল কংগ্রেস দেশের একমাত্র পার্টি যারা প্রতিশ্রুতি দিলে তা রাখতে জানে। বিজেপি-কংগ্রেস তা পারে না। আর এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া”, স্পষ্ট বার্তা অভিষেকের।
পাশাপাশি, বুধবার মেঘালয়ের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মুকুল সাংমাকে রিপোর্ট কার্ড বের করতে দিন, তাহলেই বোঝা যাবে আমরা এই ক’দিনে কী করেছি,কী বলেছি আর আগের সরকার কী করেছে। তৃণমূল যদি একটা কথা দেয়, তাহলে সেই কথা রাখতে জানে। সরকার গঠনের একমাসের মধ্যে তৃণমূল সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। মেঘালয় আর অবেহিলাত হবে না। মেঘালয়ের সমস্ত জনজাতির মানুষ তাঁদের আত্মসম্মান ফিরে পাবে। ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে উত্তর পূর্বেই। এবারের লড়াইটা মেঘালয় থেকেই শুরু করতে হবে। বাংলা এবং উত্তর পূর্বের সবকটি রাজ্য মিলিয়ে রয়েছে ৬৭টি লোকসভা আসন। এই সবকটাই আমাদের নিশ্চিত করতে হবে। জিততেই হবে। উপড়ে ফেলতে হবে দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং এনপিপি সরকারকে।”
