আম্বেদকর হাসপাতালে টাকার বিনিময়ে চাকরি বিলি করছে এক দল মাফিয়া। জানতে পেরে তিনি আপত্তি তুলেছিলেন। আর তারপরই তাঁর মুখ বন্ধ করতে পনেরো লাখ ঘুষ দেওয়া হয়েছে! এবার দিল্লী বিধানসভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আপ বিধায়ক মোহিন্দর গোয়েল। শুধু তাই নয়। ভাষণ শুরুর খানিক পর থলি থেকে একের পর এক নোটের বান্ডিল বের করেও দেখান তিনি।
মোহিন্দরের অভিযোগ, এই অনিয়ম, অনাচারের কথা তিনি মুখ্যসচিব এবং উপরাজ্যপালকে জানিয়েছেন। কিন্তু টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চক্র বন্ধ হয়নি। এরপরেই অধিবেশন কক্ষে হুলস্থূল বেঁধে যায়। উল্লেখ্য, রাজধানীর ওই হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের।
