এবার বিজেপি ও আরএসএসকে একইসঙ্গে একহাত নিলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা স্পষ্ট বললেন, “গণমাধ্যম হোক বা বিচারবিভাগ। চাপে আছে সকলেই। বিজেপি-আরএসএস চাপে রেখেছে সকলকে।” হিমাচলপ্রদেশের ঘাটোটায় এমন মন্তব্য করতে শোনা গেল তাঁকে। পাশাপাশি বললেন, “ভারত জোড়ো যাত্রার আগে বিষয়গুলিকে সংসদে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা তা চায় না। বাধা দেয়। তাই কন্যাকুমারি থেকে আমরা যাত্রা শুরু করেছি।”
প্রসঙ্গত, ‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসেবে বাংলায় সাগর থেকে পাহাড় পদযাত্রা করছে কংগ্রেস। কার্শিয়াং-এ আগামী ২৩শে জানুয়ারি ওই পদযাত্রার সমাপ্তি-পর্ব। উক্ত সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-সহ একাধিক বাম দলের নেতৃত্বকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
