বাতিল হল একগুচ্ছ লোকাল ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট শাখায় আগামী শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল থাকবে। শনিবার, ২১শে জানুয়ারি, রাত ১০টা থেকে রবিবার, ২২শে জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষিত হয়েছে।
উল্লেখ্য, শনিবার বাতিল থাকবে ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট এবং ৩১৬৩৬ ডাউন রানাঘাট শিয়ালদহ লোকাল। ৩১৬১৭ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৬২২ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল, ৩১৪৭১ ও ৩১৪১৫ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৩১৪১৮ ও ৩১৪২০ ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল, ৩১৩১৭ এবং ৩১৩১৮ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে রবিবার।