১৩ জানুয়ারি বাইক নিয়ে যাওয়ার সময় এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা দেন ওই দলিত যুবক। তিনি স্থানীয় ইঁটভাটিতে চাকরি করতেন। বাইকের আঘাতে বৃদ্ধের পা ভেঙে যায়। পরে দলিত যুবকটি বাড়ি ফিরলে তাঁকে সেখানে ধাওয়া করে আসে উন্মত্ত জনতা।
পুলিশ জানিয়েছে, যুবকটিকে লাঠি দিয়ে প্রচণ্ড মারে জনতা। আর সেই মারেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। এরপরই খবর যায় পুলিশে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় গোরক্ষপুরের মেডিক্যাল কলেজে। শুরু হয় চিকিৎসা। কিন্তু চোট এতই গুরুতর ছিল, যে শেষরক্ষা হয়নি। অবশেষে ১৬ জানুয়ারি মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় তাঁর। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। তাদের গ্রেপ্তার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অভিযুক্ত গুজেশ্বর যাদব, রামহংস যাদব, শৈলেশ যাদব, শ্রীরাম যাদব, রামপ্রবেশ যাদব ও রাজু যাদবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার পাশাপাশি ৩০৭ ধারা এবং তফসিলি জাতি/উপজাতি আইনেও মামলা রুজু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।