এবার দুরারোগ্য ক্যানসার রোগ নিয়ে নিজের মত ব্যক্ত করলেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। তিনিও ক্যানসারে আক্রান্ত। নাভ্রাতিলোভা জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’টি অস্ত্রোপচার ও চারটি বায়োপসির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। শেষ ১৩ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চলছে তাঁর।
উল্লেখ্য, মোট দু’টি ক্যানসারের সঙ্গে লড়তে হচ্ছে নাভ্রাতিলোভাকে। তিনি জানিয়েছেন, এখনই আশা না হারিয়ে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকার দেন নাভ্রাতিলোভা। ‘‘চিকিৎসার পরবর্তী পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব সেই দিকে এগিয়ে যেতে’’, জানিয়েছেন কিংবদন্তি।
