লাল ফিতের ফাঁসে রাজ্যের উন্নয়ন যাতে প্রতিবন্ধক হয়ে না ওঠে, সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় চালু করেছিলেন ‘সমন্বয়’ পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই কোনও কাজ কোথায় আটকে রয়েছে তা সহজেই জানা যায়। বাড়ে দফতরগুলির মধ্যে সমন্বয়ও। জেলাশাসক থেকে দফতরগুলি কর্তারাও জেনে নিতে পারেন, কাজ থমকে থাকার জন্য কে কতটা দায়ী। যা উপযুক্ত ব্যবস্থা নিতেও প্রশাসনিকভাবে সাহায্য করে। এই পোর্টাল নিয়েই আজ বৈঠক হল নবান্নে।
প্রসঙ্গত, গত বছর গোড়ায় চালু হয়েছিল এই পোর্টাল। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল প্রতিদিন নিয়ম করে এই পোর্টাল দেখতে হবে। এ থেকে কতটা ফল মিলেছে? আজ, বুধবার নবান্নে তা নিয়ে পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। জেলাশাসক ও সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন।
নবান্ন সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই ছোট ছোট কাজ আটকে থাকে দফতরগুলির মধ্যে সঠিক যোগাযোগের অভাবে। আলোচনার মাধ্যমে সেই অভাব মেটানো সম্ভব। মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলের পড়ে থাকা অভিযোগ,কর্মরত অবস্থায় প্রয়াত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরির বিষয় আবার শিল্প প্রকল্প নানা কারণে থমকে থাকাও সমাধান সূত্র বের করে দিতে পারে ‘সমন্বয়’ পোর্টাল।