বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার যেমন বীরভূমে ১০৩টি আশা কর্মী শূন্যপদে যুক্ত হতে চলেছে। এই সকল শূন্যপদে বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক ডিভোর্স প্রাপ্ত মহিলারা নিযুক্ত হওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
জানা গিয়েছে, বীরভূম স্বাস্থ্য জেলার আওতায় মোট ১০৩টি শূন্যপদ রয়েছে। যেগুলি হল বোলপুর শ্রীনিকেতন ব্লক : ১১, নানুর ব্লক : ৫, লাভপুর ব্লক : ৭, ইলামবাজার ব্লক : ৬, মহঃবাজার ব্লক : ২৫, খয়রাশোল ব্লক : ৬, দুবরাজপুর ব্লক : ৪, সিউড়ি ১ নম্বর ব্লক : ২, রাজনগর ব্লক : ৫, সিউড়ি দু’নম্বর ব্লক : ২, সাঁইথিয়া ব্লক : ৩০। জানা গিয়েছে, আবেদনকারীকে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণ স্বরূপ জমা দিতে হবে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ডের প্রতিলিপি। আবেদনকারীর বয়স হতে হবে ২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী ৩০ থেকে ৪০ বছর। তপশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছর। বয়সের প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রতিলিপি।
মাধ্যমিক অনুত্তীর্ণ, উত্তীর্ণ অথবা উচ্চতর আবেদনকারীরাও আবেদন করতে পারবেন। যদিও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন আবেদনকারীকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতেই বিবেচনা করা হবে। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হিসেবে জমা দিতে হবে জন্ম তারিখে শংসাপত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশিট, গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভরগোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কারগন-এর প্রমাণপত্র, প্রার্থীর স্বাক্ষর সহ দুটি কালার পাসপোর্ট সাইজ ছবি, ২২ টাকার ডাক টিকিট।