বুধবার ভোরে মেচেদার রেললাইনের পাশের বস্তিতে আগুন লেগে মৃত্যু হল বাবা-মেয়ের। শুধু তাই নয়। জানা গেছে, রেললাইনের পাশের ওই বস্তিতে আগুন লেগে অন্তত ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বাবা গোকুল কর (৫৫) ও মেয়ে মল্লিকার (১৭)। ঘটনাস্থলে পৌঁছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন। তবে আগেই গোটা বস্তির বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল সেই সময়। সেখান থেকেই আগুন লাগে বলে অনুমান। ভোররাতে আগুন লাগার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তির লোকজন হুড়োহুড়ি করে বেরনোর চেষ্টা শুরু করেন। একটি ঝুপড়িতে ছিলেন গোকুল ও তাঁর মেয়ে মল্লিকা। তাঁরা আর বেরিয়ে আসতে পারেননি। বাসিন্দারা রান্না থেকে আগুন লাগার কথা বললেও দমকল এখনও আগুনের কারণ নিয়ে নিশ্চিত নয়।
