বরাবরই বাংলার প্রতি অপার শ্রদ্ধা ফুটে উঠেছে তাঁর গলায়। রাজ্যপাল হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলা ভাষা নিয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন সিভি আনন্দ বোস। বড়দিনেও বাংলা বই লেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। উল্লেখ্য, এবছর সরস্বতী পুজোয় হাতেখড়ি হবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান হবে। ২৬শে জানুয়ারি রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টায় তা আয়োজিত হতে চলেছে। বুধবার রাজভবনের তরফে জানানো হয়েছে এমনটাই।
প্রসঙ্গত উল্লেখ্য, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে হাজির হয়ে আনন্দ বলেছিলেন, ‘‘এই বাংলার হল সোনার বাংলা। এখানে শিল্প সাহিত্য, সংস্কৃতির অনেক চর্চা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্প আমি পড়েছি। ছোট্ট মেয়ে মিনির চরিত্রটা আমার মনে দাগ কেটে যায়।’’ পাশাপাশি, রাজ্যপালের সংযোজন ছিল, ‘‘আমি বাংলায় একটা বই লিখব। বাংলার এই সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আমি অনেক দিন ধরেই পরিচিত। আমাকে এই বাংলা বহু কাজে উদ্বুদ্ধ করেছে। আমি বাংলার দত্তক পুত্র। বাংলা আজ যা ভাবে গোটা দেশ তা ভাবে। আগামী তো এই বাংলাই ভারতকে পথ দেখাবে।’’ শুধু নিজের কথাই নয়, নিজের পরিবারেরও বাংলার প্রতি আগ্রহ ও অনুরাগের কথা বিভিন্ন জায়গায় বলতে দেখা গিয়েছে আনন্দকে। তাঁদের নামের সঙ্গে বোস যুক্ত করার কারণ প্রসঙ্গে জানিয়েছেন, নেতাজী সুভাষচন্দ্রের নামের সঙ্গে মিলিয়েই তাঁর নাম রাখা হয়েছে। এবার বাংলা ভাষায় হাতেখড়ি হতে চলেছে তাঁর।