গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরও একবার চ্যালেঞ্জ করার পরিসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল তারা। কিছুদিন আগে প্রকাশ করা হয় টেট পরীক্ষার আনসার কি। আনসার কি প্রকাশের সঙ্গে সঙ্গেই পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে যে, কোনও প্রশ্নকে চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। আর সেই চ্যালেঞ্জ করা প্রশ্নের পিছু ৫০০ টাকা করে দিতে হবে। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশের পর আরও বাড়ানো হয় চ্যালেঞ্জ করার সময়সীমা। জানুয়ারির ১৭ তারিখ মঙ্গলবার পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করার আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। মঙ্গলবার পর্ষদের তরফে জানানো হয় সেই সময়সীমা বাড়িয়ে ১৮ই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, টেট পরীক্ষার্থীরা বুধবার রাত ১২ টা পর্যন্ত সময় পাবেন প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য। নিয়োগ দুর্নীতি নিয়ে কাঁটাছেড়া অব্যাহত। সেই দুর্নীতির জট কাটতেই এত বেশি তৎপর পর্ষদ এমনটাই মনে করছেন অনেকে। ২০১৭-এর পর ২০২২-এ টেট পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ৫ বছর বাদে ১১ হাজারের বেশি শূন্য পদের জন্য পরীক্ষা দিয়েছেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। নিয়োগ দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। সিবিআই তদন্তে উঠে এসেছে নিয়োগ কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারি কালিমা ঢাকতেই তৎপর পর্ষদ। আনসার কি দেখা যাবে www.wbbpe.org ওয়েবসাইটে।
