ঘনীভূত বিতর্ক। যার জেরে আরও বিপাকে বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি যে চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী বিমানের আপৎকালীন দরজা খুলেছিলেন, বুধবার কার্যত তা মেনেই নিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে সেই তেজস্বীর নাম না করে সাফাইও দিয়েছেন তিনি। ‘‘ভুল করে খুলে ফেলেছিলেন। ভুলের জন্য উনি তো ক্ষমাও চেয়েছেন’’, জানিয়েছেন জ্যোতিরাদিত্য।
প্রসঙ্গত, গত ১০ই ডিসেম্বর চেন্নাই বিমানবন্দর থেকে তিরুচিরাপল্লিগামী ফ্লাইট ৬-ই ৭৩৩৯-এ ওঠার পরই এক যাত্রী বিমানের আপৎকালীন নিষ্ক্রমণের দরজা খুলে ফেলেছিলেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনকে তুলে ধরে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সূরজেওয়ালা অভিযোগ করেন, সেই যাত্রী কর্ণাটকের বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী। এর পরেই শুরু হয় বিতর্কের ঝড়। তেজস্বীর নিন্দায় সরব হয় একাধিক মহল।