সহপাঠীকে নেতার ছেলের মারধরের ভিডিও ঘিরে তোলপাড় তেলঙ্গানা। বিজেপি রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমারের ছেলের ভিডিও মঙ্গলবার থেকেই ছড়়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সহপাঠীকে মারধর করতে দেখা যাচ্ছে বান্দি সাই ভগীরথকে।
এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তেলেঙ্গানার বিজেপি রাজ্য সভাপতির দফতর থেকেও প্রকাশ করা হয়েছে পালটা ভিডিয়ো। গোটা ঘটনায় তেঙ্গানার বিআরএস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তেলঙ্গানা পুলিশ সূত্রে খবর, কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
সামনে এসেছে মারধরের দুটি ক্লিপিংস। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে অন্য এক পড়ুয়াকে বারবার চড় মারছেন ভগীরথ। তাঁর বন্ধুরাও ওই ছাত্রকে মারধর করছেন। দ্বিতীয় ভিডিয়োতে হোস্টেলের ঘরে ফের ওই ছাত্রকে মারধর! ভগীরথকে ওই ছাত্রের মুখে ঘুষি মারতে দেখা যায়। পরে ভগীরথের বন্ধুরাও তাঁকে মারধর করে। জানা গিয়েছে, বোনের সঙ্গে খারাপর ব্যবহার করার জন্যই ভগীরথর তাঁকে মারধর করেন।