পা থেকে জুতো খুলে নিলেন। তারপর তা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করলেন সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীকে। পাশ থেকে অনেকেই ভিডিও রেকর্ড করছেন, সেসবে ভ্রূক্ষেপ নেই বিজেপি নেত্রীর। তিনি একা নন, পুলিশের সঙ্গে তেড়েফুঁড়ে ঝগড়া করছেন তাঁর সমর্থকরাও। ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক ছড়িয়েছে।
জানা গেছে, মধ্যপ্রদেশের সাতনা জেলায় এই ঘটনা ঘটেছে। বিজেপির ওই নেত্রীর নাম সাধনা প্যাটেল। তিনি সাতনার মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট। সূত্রের খবর, সোমবার চিত্রকূট নগর পঞ্চায়েতের সুরঙ্গি গ্রামে অবৈধ খননকার্যের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। জেসিবি মেশিন দিয়ে মাটি খুঁড়তে দেখতে পেয়েই কয়েকজনকে বাধা দেন পুলিশের আধিকারিকরা। তাতেই পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তারা।
এর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছান সাধনা। পুলিশের এই ভূমিকাতেই অসন্তুষ্ট হন ওই বিজেপি নেত্রী। সেই নিয়েই পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে ঝমেলায় জড়িয়ে পড়েন তিনি।
এরপরেই পুলিশের উপর চড়াও হন সাধনা ও তাঁর সমর্থকরা। জুতো খুলে পুলিশকে পেটাতে দেখা যায় সাধনাকে। তাঁর সমর্থকদের পুলিশের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি কি চান আমরা আপনাকে থানায় নিয়ে যাই? আমরা তাহলে ওখান থেকেই তদন্ত শুরু করব।’