গত সোমবারই বঙ্গভবন কাণ্ড নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, গুজরাত পুলিশ দিল্লী পুলিশকে সঙ্গে নিয়ে রাজধানীর বঙ্গভবন থেকে সিসি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। এ ব্যাপারে মুখ্যসচিবকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন তিনি। তারপরেই মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গেল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছে রাজ্য সরকার।
নবান্নের দাবি, দিল্লী পুলিশকে সঙ্গে নিয়ে গুজরাত পুলিশ বঙ্গভবনে তল্লাশি চালিয়েছিল। সেই সময় হার্ডডিস্ক-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। কিন্তু তার বিনিময়ে সিজার লিস্টের কোনও কপি দেয়নি বলে দাবি নবান্নের। সূত্রের খবর, এ নিয়েই দিল্লীকে এবার চিঠি লিখতে চলেছে নবান্ন।
তথ্য জানার অধিকার আইনে বিভিন্ন মামলা করা সাকেত গোখলে কয়েক মাস হল তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর গ্রেফতারির প্রসঙ্গেই সোমবার সাগরদিঘির সভা থেকে ওই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ ছিল, সাকেত একবার জামিন পাওয়ার পর তাঁকে দ্বিতীয়বার বঙ্গভবনে ঢুকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।
একদিকে বঙ্গভবন যেমন রাজ্য সরকারের সম্পত্তি তেমনই দিল্লী পুলিশ শাহের মন্ত্রকের অধীন। সে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাচ্ছে নবান্ন। নবান্নের কর্তাদের মতে, কাউকে কিছু না বলে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করে রাত্রিবেলা ওই অপারেশন চালিয়েছিল গুজরাত পুলিশ। সঙ্গে ছিল অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লী পুলিশও।