একুশের ভোটে তিনি যে ভূমিকা নিয়েছিলেন সেখানেই তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর বাংলার বাইরে ফুট প্রিন্ট রাখতে চাওয়ার বিষয়কেই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। এবার মেঘালয়ের পাহাড় কোলে বক্তৃতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে গেলেন মেঘালয়, উত্তর-পূর্ব, পড়শি রাজ্য আসামের ভূমিকা এমনকি জাতীয় রাজনীতিও।
যার ফলস্বরূপ দেখা গেল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বক্তৃতা শেষ করে পোডিয়াম ছেড়ে চেয়ারের দিকে হাঁটছেন, তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে স্মিত হাসি। এদিনের এই ছবিটাই হয়তো বাংলার শাসক দলের উত্তরাধিকার লিখে দিল এদিন। প্রসঙ্গত, মঙ্গলবার মেঘালয় পৌঁছেছেন মমতা, অভিষেক। এদিন জনসভা ছিল তৃণমূলের। সেই সভা থেকে অভিষেক দাবি করেন, নভেম্বর মাস থেকে মেঘালয়ের মাটি কামড়ে যে লড়াই শুরু করেছে তৃণমূল তার ফলও মিলেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, ‘আগামী ৪৫-৫০ দিন মেঘালয়ের মানুষ যদি এই লড়াইটা লড়তে পারেন তাহলে বিজেপি-এনপিপি জোট সরকারের পরাজয় অনিবার্য।’
