ফের বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশ। কিছুদিন আগে বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দির সংলগ্ন এলাকায় করিডর তৈরির প্রস্তাব দিয়েছে যোগী সরকার। এই কাজের জন্য পাঁচ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। কিন্তু এই প্রকল্পের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। সরকারের প্রকল্পের ফলে ঘরছাড়া হতে হবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমনই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সমস্যার সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রক্ত দিয়ে চিঠি লিখেছেন পুরোহিত ও দোকানিরা। জানা গিয়েছে, গত দু’দিন ধরে বৃন্দাবনের মন্দির সংলগ্ন এলাকায় সমস্ত দোকান বন্ধ রয়েছে। ব্যবসা বন্ধের আশঙ্কায় কাঁটা হয়ে থাকা স্থানীয়দের সমর্থনে পথে নেমেছেন মন্দিরের পুরোহিতরা। ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। বাঁকে বিহারী মার্কেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমিত গৌতম জানিয়েছেন, নিজের শরীরে রক্ত দিয়ে চিঠি লিখছেন প্রতিবাদীরা। অবিলম্বে এই প্রকল্প বন্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, সরকারি প্রকল্পের জেরে প্রায় ৩০০টি দোকান বন্ধ হয়ে যেতে পারে। জীবিকা হারাবেন প্রচুর মানুষ। উক্ত অঞ্চলের বাসিন্দাদের দাবি, একশো বছরেরও বেশি সময় ধরে নিজেদের বাড়িতেই মন্দির গড়ে দেবতার পুজো করছেন তাঁরা। এই করিডর বানাতে গিয়ে যদি তাঁদের বাড়ি ধ্বংস করা হয়, তাহলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে এলাহাবাদ হাই কোর্টে মামলা চলছে। আদালতের নির্দেশেই একটি কমিটি গঠন করে প্রকল্পের রিপোর্ট পেশ কর হয়। সেখানেই জানানো হয়, করিডর গড়তে গেলে অন্তত ৩০০টি বাড়ি ভেঙে ফেলা হবে। চলতি মাসেই এই বিষয়ে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই এ বিষয়ে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। প্রবল সমালোচনার মুখে পড়েছে সে রাজ্যের শাসকদল বিজেপি।