নির্ধারিত হয়ে গেল দিনক্ষণ। আগামী ৮ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আগে এই অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৬ই ফেব্রুয়ারি থেকে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রারম্ভিক ভাষণের মাধ্যমে আরম্ভ হবে অধিবেশন।
ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে ভাষণের খসড়া তৈরির। সূত্র অনুযায়ী, আগামী ৯ই ফেব্রুয়ারি পেশ করা হবে শোকপ্রস্তাব। তারপর, আগামী ১০ই ফেব্রুয়ারি পেশ হতে পারে রাজ্য বাজেট।