ক্ষমতার আসার পর রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বের দরবারে স্বীকৃতিও অর্জন করেছে সেগুলি। বাংলার প্রকল্পগুলির অনুকরণে পদক্ষেপ নিয়েছে দেশের অন্যান্য রাজ্য ও রাজনৈতিক দল। সামনেই ভোট কর্ণাটকে। এবার সেখানে নির্বাচনী বৈতরণী পেরোতে বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে হাতিয়ার করল কংগ্রেস। গতকাল সে রাজ্যের মহিলাদের মাসে ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কার্যত ইস্তাহারের সুরে তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে বছরে ২৪ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবেন তারা। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে নাম মিলিয়ে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গৃহলক্ষ্মী যোজনা’।
উল্লেখ্য, এর আগে হিমাচল নির্বাচনে বাংলার মডেল অনুকরণ করেই বাজিমাত করেছিল কংগ্রেস হিমাচল বিধানসভা নির্বাচনের প্রাককালে, হিমাচল প্রদেশে কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার হবে। তারপর নির্বাচন হয়েছে, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪০টি আসন জিতে কংগ্রেস সরকার গড়েছে। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে হিমাচল সরকার ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পটি বাস্তবায়িত করার পদক্ষেপ করছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।