ক্ষমতায় আসার পর বাংলার মানুষের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পগুলি বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। অন্যান্য রাজনৈতিক দল এবং ভিন রাজ্যের সরকার বাংলাকে অনুকরণ করেছে। এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে হিমাচলে চালু হতে চলেছে ‘হর ঘর লক্ষ্মী’।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, হিমাচল প্রদেশে কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়ার হবে। তারপর নির্বাচন হয়েছে, ৬৮ আসনের হিমাচল বিধানসভায় ৪০টি আসন জিতে কংগ্রেস সরকার গড়েছে। এবার ঘোষণা করা হল, ইস্তাহারের প্রতিশ্রুতি রাখতে চলেছে সুখবিন্দর সিং সুখুর সরকার। জানা যাচ্ছে, প্রতিশ্রুতি রূপায়নে কমিটি গঠন করেছে হিমাচল সরকার। ৩০ দিনের মধ্যেই নাকি ‘হর ঘর লক্ষ্মী’ প্রকল্পটি বাস্তবায়িত করা হবে বলে জানা গিয়েছে।