ফের দিদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ঘটল মহারাজের। আজ, সোমবার হঠাৎই নবান্নে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিকেল ৪টে নাগাদ নবান্নে আসেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট। সেখানে ১৫ মিনিট ছিলেন তিনি। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন সৌরভ। সেখানে তাঁদের মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। তবে তাঁদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি। নবান্নেরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই নবান্নে এসেছিলেন সৌরভ। ইংরেজি নতুন বছরে সৌরভ এবং মুখ্যমন্ত্রীর কোনও সাক্ষাৎ হয়নি। তাই মুখ্যমন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানাতেই নবান্নে আসেন মহারাজ। তাঁকে পাল্টা শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীও। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৎকালীল বিসিসিআই সভাপতি সৌরভ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাখচিত মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। জানিয়েছিলেন, চলচ্চিত্র জগতের মানুষ না হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর ডাকেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। কিছু মাস আগে সৌরভের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। মমতার সঙ্গে তাঁর যে সুসম্পর্কের আভাস পাওয়া গিয়েছে, তার প্রেক্ষিতে এই সাক্ষাৎ নিয়ে নয়া জল্পনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলের অন্দরে।